মুকসুদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবসে বর্ণাঢ্য র‌্যালী

দেলোয়ার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার স্থানীয় সরকার দিবসে বর্ণাঢ্য র‌্যালী তরুণদের দেশ গড়ার অঙ্গিকার জনসেবায় স্থানীয় সরকার ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্থাণীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে বণ্যাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিজয় সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তার সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো:গোলাম মোস্তফা, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন উপজেলা প্রকৌকশলী আব্দুল্লাহ-আল-রাশেদী,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, মুকসুদপুর পৌরসভার সচিব প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদরা দেশ ছেড়ে পালালেও, দোসররা দেশেই রয়েছে : ড.আসাদুজ্জামান রিপন
পরবর্তী নিবন্ধচলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়