মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন:
গোপালগঞ্জের মুকসুদপুরে স্বাস্থ্য বিধি মেনে হাট মিলছে। কোরবানির ঈদ আর বাকী মাত্র ২দিন। মুকসুদপুরে ক্রেতা কম গরু বেশি। করোনা ভাইরাস আতস্ক হাট গুলোর পর্যপ্ত পশু থাকলে ও বেচাকেনা তেমন একটা নেই।করোনায় কারণে উপজেলা বাইরের ব্যবসায়ীরা পশু কিনতে আসছে না। পৌরসভা,খান্দারপাড়, চাদহাট বনগ্রাম হাট জমবে কি-না ক্রেতারা আসবেন কি-না এধরনের নানা চিন্তা পেয়ে বসেছে গরু ব্যবসায়ীদের। এছাড়া করোনা পরিস্থিতিতে তারা লাভবান হতে পারবেন কিনা সেচিন্তা ও মাথায় ঘুরপাক খাচ্ছে ।সব মিলিয়ে দুচিন্তা পিছু ছাড়ছেন না ছোট খামারী ও পশু ব্যবসায়ীদের। পৌরসভার পশুর হাট গিয়ে কোরবানির পশু দেখা যায় হাটে মানুষ ছিল প্রচুর কিন্তু বেচাকেনা নেই।হাট ইজরাদারের পক্ষে থেকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের চেষ্ট থাকলেও ক্রেতা বিক্রাতা ও ব্যবসায়ী দের মধ্যে এর বালাই নেই।গরুর খামারী বলেন পশু খাদ্যোর অতি রিক্ত মূল্য এছাড়া গরুর লালন পালনসহ অণ্যণ্য খরচ মিলে ব্যয় বেড়েছে হাটে ক্রেতা সমাগম না হলে লোকসান হবে।ব্যবসায়ী বলেন তার কোরবানির যোগ্য ৬গরু রয়েছে কিন্তু করোনা পরিস্থিতির কারনে এবার কেনায় আগ্রহী কোন দেখা যাচ্ছে না।একটা দুইটা গরু বিক্রি হচ্ছে গ্রামের গৃহস্তের গরু এতে পশুর হাটে ক্রেতার অভাবে দাম পড়ে যেতে পারে হাট ইজরাদাররা বলছেন করোনা পরিস্থিতির কারনে গত বছরের থেকে এবছর ক্রয় বিক্রয় অনেক কম।আমরা চেষ্টা করছি হাট শতভাগ স্বাস্থ্য বিধি বজায় রাখতে উপজেলা ৩টি স্থায়ী পশুর হাট রয়েছে। উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ সচিন্দ্রনাথ বিশ^াস জানান করোনা পরিস্থিতিতে পর্যপ্ত নিয়ম শৃঙ্খালা মানার জন্য পর্যপ্ত ব্যবস্থ গ্রহন করা হয়েছে। প্রতিটি হাটে গরু অসুস্থ হলে তাৎক্ষনিক চিকিৎসা ব্যবস্থ রয়েছে একই সাথে স্বাস্থ্য বিধি মানার ব্যবপারে সবাইকে সর্তক করা হচ্ছে ।