মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, সংবাদদাতা,গোপালগঞ্জের মুকসুদপুরে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে কৃষক,কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শনিবার (১১ জুন ) সকালে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কক্ষে কৃষক,কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ। নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে কৃষক,কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে ২৫ জন কৃষক,কৃষাণী অংশগ্রহণ করেন।