মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ
গোপালগঞ্জের মুকসুদপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৮ মে মঙ্গলবার মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্পের আওতায় কাঁশালীয়া নতুন বাজার নামক স্থানে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার নিটল কুমার রায়। মাঠ দিবসের সভাপতিত্ব করেন কাঁশালিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কাঁশালিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার নিত্যনন্দন গাইন, পশারগাতীর সোলাইমান হোসেন, পৌরসভার মনোতোশ কুমার দাস, দেবাশীষ রায়, খান্দারপাড়ার রুহুল কুদ্দুস, কৃষক প্রতিনিধি মিলন বাড়ৈ, এসি আই কোম্পানির প্রতিনিধি অশোক বাবু প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন গোবিন্দপুর ইউপি উপ-সহকারী কৃষি অফিসার রিজভী শাহারিয়ার। এসময় উপজেলা কৃষি অফিসার নিটল কুমার রায় বলেন এই যন্ত্রের মাধ্যমে স্বল্প খরচে কম সময়ে ধান কর্তন করা যাবে এবং একই মেশিনে ধান কর্তণ, মাড়াই, পরিস্কার এবং বস্তা ভর্তি করা যাবে। তিনি আরো জানান মেশিনটির বর্তমান বাজার মূল্য ৭লাখ টাকা যদি আপনাদের মধ্যে কেউ মেশিনটি ক্রয় করতে চান তাহলে মেশিনের অর্ধেক দাম সরকার বহন করবে।