মুকসুদপুরে ইউপি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

??????

গোপালগঞ্জ প্রতিনিধি):

গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য সকল প্রার্থীদের সাথে মতবিনিময় হয়েছে ।

শনিবার (২০ নভেম্বর ) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ফারুক খান মিলনায়তনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম সেবা) । এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের এডিশনাল এসপি (অপরাধ) নিহাদ আদনান তাইয়্যান, গোপালগঞ্জ সদর সার্কেল এসপি খায়রুল আলম, এএসপি (অপরাধ) মিজানুর রহমান মিযান, মুকসুদপুর কাশিয়ানীর সার্কেল এসপি শাহীনুর চৌধুরী, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া প্রমুখ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্যা, জেলা আনসার কমান্ডার আজহার, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া। মতবিনিময় সভার সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীগণ অংশগ্রহন করেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধঅ্যাকাউন্টে পাঁচ হাজার থাকলেই মিলবে লোন, কিস্তি হাজারে ৯০ টাকা
পরবর্তী নিবন্ধসাভারে মুজিব বর্ষ প্রথম যমুনা গ্রুপ কাপ গল্ফ টুর্নামেন্ট সম্পন্ন