মুকসুদপুরে আম্বালা ফাউন্ডেশনের নাটক পরিদর্শন

মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
২৭ জুলাই শনিবার বিকালে মুকসুদপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা‘‘আম্বালা ফাউন্ডেশন’’এর আয়োজনে উজানী বি ইউ কে উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে জেলেদের অধিকার রক্ষা বিষয়ক প্রকল্প ‘‘আইটিএমএফসি’’ প্রকল্পের আওতায় মোঃ শাহিনুর রহমান এর নির্দেশনায় নাটক ‘‘ঘরের লক্ষী’’ প্রদর্শিত হয়। উক্ত বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ ইমদাদুল হক এর শুভ উদ্বোধন ঘোষণার মাধ্যমে প্রদর্শিত নাটকের কলাকুশলীগণ তাদের অভিনয়ের মাধ্যমে মৎস্যজীবি সমাজের রোজকার জীবনচিত্র তুলে ধরেন। সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠির অন্যতম জেলে/মৎস্যজীবী সম্প্রদায়। যাঁরা যুগ যুগ ধরে মাছ আহরণের মাধ্যমে সমাজ তথা দেশের মানুষের জন্য আমিষের চাহিদা মিটিয়ে আসলেও তাদের ভাগ্যের খুব একটা পরিবর্তন ঘটেনি। মৎস্যজীবি পরিবারগুলোর অভাব অনটন, নারী নির্যাতন, নারীকে অবমূল্যায়ণ, বাল্য বিয়ে, যৌতুক প্রথা, কুসংস্কার নামক অভিশাপ তাঁদের নিত্য সঙ্গি। সর্বোপরি রাষ্ট্রিয় অনেক সুযোগ সুবিধা থেকে তাঁরা বঞ্চিত। তাঁদের এই বঞ্চনাকে উপজীব্য করে প্রদর্শিত নাটকে দেখানো হয় নারীর প্রজনন ও উৎপাদনশীল ভূমিকা ও অবদান সবসময় অবমূল্যায়িতই রয়ে গেছে, বরং প্রচলিত প্রাগত ধারণা থেকে মনে করা হয় যে নারী অন্যের উপর নির্ভরশীল এবং পরিবার ও সমাজের কাঁধে বোঝাস্বরূপ । ফলশ্রুতিতে যা পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারীর প্রতি বৈষম্য ও পুরুষের তুলনায় নারীর অধস্তন অবস্থানকে নিশ্চিত করে। কিন্তু যদি উন্নয়নের চাকাকে গতিশীল করতে হয়, তাহলে কোনভাবেই নারীর অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক কাজ ও অবদানকে অবজ্ঞা করা যাবে না।
নাটক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ‘‘আইটিএমএফসি’’ প্রকল্পের মুকসুদপুরের প্রোগ্রাম অফিসার মোঃ মঈনুদ্দীন আহমেদ, একাউন্টস এ্যান্ড এডমিন অফিসার মোঃ মাসুম বিল্লাহ, জার্নালিস্ট ফোরামের মোঃ দেলোয়ার হোসেন মিঞাসহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ। প্রায় ৮ শত মৎস্যজীবি নারী-পুরুষ নাটকটি উপভোগ করেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
পরবর্তী নিবন্ধবিয়ে করলেন লিটন দাস, রাতে সংবর্ধনা