মেহের মামুন, ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে বেসরকারী সেবা সংস্থা আম্বালা ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে মুকসুদপুর আম্বালা ফাউন্ডেশনের আইটি এমএফসি প্রকল্প পরিচিতি সভা আয়োজন করে। পরিচিতি সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রবিউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান তাপসী বিশ্বাস দুর্গা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, শ্যামল কান্তি বোস, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা মৎস অফিসার খায়রুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সাইহদুর রহমান, সাংবাদিক ও আম্বালা ফাউন্ডেশনের সদস্য সরদার মজিবুর রহমান, মুকসুদপুর আম্বালা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মাঈনুদ্দীন আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহাদাৎ কামাল, টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়া প্রোগ্রাম অফিসার রঞ্জিত মল্লিক, ম্যসৎ জীবি ভৈরব বালা প্রমুখ ।
আম্বালা ফাউন্ডেশনের মুকসুদপুর মূল লক্ষ্য প্রান্তিক জেলেদের অধিকার উন্নয়নের মাধ্যমে জীবন মানের উন্নয়ন ঘটানো জেলেদের বিভিন্ন ট্রেনিং এবং সেবা প্রদান করা । উপজেলার ৫টি ইউনিয়ন উজানী, কাশালিয়া, বহুগ্রাম, জলিরপাড় এবং বাশবাড়িয়ায় কাজ করবে তারা। যেসকল জেলেরা সরকারী কার্ডধারী এবং যাদের কার্ড নেই প্রকৃত জেলে তাদের নিয়েই প্রকল্প কাজ করে যাবে। আর সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সাতটি ভিষন নিয়ে কাজ করবে। জানুয়ারী ২০১৯ এ প্রকল্প শুরু হয়ে চলবে ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত।