মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ৪নং খান্দারপাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুহাম্মদ সাব্বির খানের নির্বাচনী প্রচারনায় বাধা,সংখ্যালঘু সম্প্রদায় এবং নিরীহ ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের স্বতন্র প্রার্থী মোটর সাইকেল প্রতিকের সাহিদুল ইসলাম মুন্সীর বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করছেন। ২৫নভেম্বর বৃহস্পতিবার বিকালে শিমুলতলা বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুহাম্মদ সাব্বির খান তার নির্বাচনী ক্যাম্পে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতিকের মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আমার নির্বাচনী প্রচারনায় বাধা, সংখ্যালঘু সম্প্রদায় এবং নিরীহ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেই যাচ্ছেন। তিনি আরো জানান খান্দারপাড়া, মছিয়ারা ও পাচড়া ৩টি গ্রামে আমার কর্মীদের গত তিনদিন যাবৎ অবরুদ্ধ করে রেখেছেন,আমি এবং আমার কর্মীরা খান্দারপাড়া বাজারে প্রবেশ করতে পারছি না। প্রবেশ পথে আমাদেরকে দেশীয় অস্ত্র অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাধা সৃষ্টি করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সদস্য কাজী মোঃ ওহিদুল ইসলাম,
খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আহম্মেদ মল্লিক বাদল,সাধারন সম্পাদক আমিনুর রহমান মিলন এবং বিশিষ্টি ব্যবসায়ী মোঃ ফরিদ খান প্রমূখ। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুহাম্মদ সাব্বির খান আসন্ন খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।