মিয়ানমার সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

অক্টোবরের প্রথম সপ্তাহে মিয়ানমার সফরের কথা থাকলেও রোহিঙ্গা পরিস্থিতির কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে। এখন সফর হবে কি না তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

আপনার মিয়ানমার সফরের কথা শোনা যাচ্ছে, কবে যাচ্ছেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা সত্যি যে মিয়ানমার সরকার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর আগে মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা এসেছিলেন। তিনি আমাদের অনুরোধ করে গিয়েছিলেন মিয়ানমার যেতে। আমরা দিনক্ষণও ঠিক করেছিলাম যে, অক্টোবরের প্রথম সপ্তাহে যাব। আমরা তাদেরকে জানিয়েও দিয়েছিলাম। কিন্তু এর আগেই ঘটনাটির (রোহিঙ্গা নির্যাতন) সৃষ্টি হয়েছে। এজন্য আমরা চিন্তা করছি সফর নিয়ে কী করা যায়। প্রধানমন্ত্রী এবং পরারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। কখন যাব, যাব কি না সেই সিদ্ধান্ত নেব।’

পূর্ববর্তী নিবন্ধএকমঞ্চে নাচবেন পূর্ণিমা-অপু বিশ্বাস
পরবর্তী নিবন্ধনতুন সংগঠনের নেতৃত্বে বাপ্পারাজ, মৌসুমী ও শাকিব খান