পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট জেলায় ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে নগরীর চৌহাট্টায় এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশ থেকে ছাত্রলীগের হিরণ মাহমুদ নিপু গ্রুপ এ ঘোষণা দেয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা।
তারা মিয়াদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে এ ধর্মঘট সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
তিনি বলেন, ধর্মঘট ঘোষণার আগে জেলা ছাত্রলীগের কারো সঙ্গে যোগাযোগ করা হয়নি।
জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মিয়াদের লাশ নিয়ে মিছিল বের করতে চান হিরণ গ্রুপের নেতাকর্মীরা।
কিন্তু পরিবার অসম্মতি জানালে কর্তৃপক্ষ মিয়াদের লাশ গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাঠিয়ে দেয়।
এর পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিয়াদ হত্যার প্রতিবাদ মিছিল ছাত্রলীগ নেতাকর্মীরা চৌহাট্টায় গিয়ে সমাবেশে মিলিত হন।
এদিকে মিয়াদ হত্যার ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি। হত্যাকাণ্ডের জন্য প্রধান অভিযুক্ত তোফায়েলও গ্রেফতার হয়নি।
শাহপরান থানার ওসি আকতার হোসেন জানান, মামলার বিষয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা একটু সময় চেয়েছেন। হয়তো লাশ দাফনের পর মামলা করবেন।
তবে মামলা না হলেও হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।