পপুলার২৪নিউজ ডেস্ক:
হংকং লিগে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের সৌজন্যে ছক্কার বৃষ্টি দেখতে পেল ক্রিকেট বিশ্ব। তার দল হংকং আইল্যান্ড ইউনাইটেডও ৩৩ রানের জয় পেয়েছে।
মিসবাহর ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান করে হংকং আইল্যান্ড ইউনাইটেড। জবাব দিতে নেমে হাং হোম জাগুয়ার্স ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান করে।
বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নামে মিসবাহর নেতৃত্বাধীন হংকং আইল্যান্ড ইউনাইটেড। শুরুটা ভালো না হলেও মিসবাহর ঝড়ো ব্যাটে ২১৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইউনাইটেড। মিসবাহ মাত্র ৩৭ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। ৭টি ছক্কা ও ৪টি চারে সাজানো ৪২ বছর বয়সী মিসবাহর ইনিংসটি।
এছাড়া মুনির দার ২৩ বলে ৪২ রান করেন। তার ইনিংসটি ৪টি ছয় ও ১টি চারের মারে সাজানো।
জবাব দিতে নেমে জোনাথোন ফুর ঝড়ো ব্যাটিংও জেতাতে পারেনি হাং হোমকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান করে হাং হোম। জোনাথোন ৪৭ বলে ৬টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৭৭ রান করেন।
ম্যাচসেরার পুরস্কার পান মিসবাহ-উল-হক।