মিসবাহকে নেতৃত্বে চান না ইনজামাম

পপুলার২৪নিউজ ডেস্ক:
21তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তান দলে একজন অধিনায়ক চান প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তার মানে, মিসবাহ-উল-হককে আর টেস্ট দলের নেতৃত্বে দেখতে চান না তিনি।

বর্তমান টেস্ট অধিনায়ক ওয়ানডে ও টি ২০ ছেড়েছেন কয়েক বছর আগেই। এবার সাদা পোশাকের ক্রিকেট থেকেও তার বিদায় চান ইনজামাম।

পাকিস্তানের অন্যতম সফল টেস্ট অধিনায়ক মিসবাহ। দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে অবসর নেয়ার পর টেস্ট ক্রিকেটে উজ্জ্বল তিনি। দলের অন্যতম ভরসা। বুড়িয়ে গেলেও ধার কমেনি তার। অবশ্য নিজে থেকেই অবসরের আভাস দিয়েছেন কয়েক সপ্তাহ আগে।

পাকিস্তান সুপার লীগের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মিসবাহ। তবে তাকে অধিনায়কত্ব ছাড়ার জন্য ইঙ্গিত করেছেন সাবেক অধিনায়ক ও বর্তমানে প্রধান নির্বাচক ইনজামাম।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দলের ভরাডুবি প্রসঙ্গে ইনজামাম বলেছেন, ‘অধিনায়কত্ব সমস্যা নিয়ে আমি পিসিবিকে কোনো পরামর্শ দেইনি। আমি মনে করি, সেই হবে সঠিক ব্যক্তি যে তিন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতে পারবে।’

ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত মিসবাহর ওপর ছেড়ে দিয়েছেন তিনি, ‘মিসবাহ খুবই বুদ্ধিমান। তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ভালো অবস্থানে আছে সে।’ ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
পরবর্তী নিবন্ধফুসফুস ছাড়াই ছয় দিন বেঁচে ছিলেন তিনি!