‘মিস ইউনিভার্স’এ দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম প্রতিযোগী শিলা

প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়ে ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসরে অংশ গ্রহণ করবেন শিরিন আক্তার শিলা।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রোর খবর অনুযায়ি ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়া থেকে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ অংশগ্রহণ করছে। যেখানে বাংলাদেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করবেন শিলা।

এর আগে মধ্য প্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের মুসলিম প্রতিযোগীরা এই আয়োজনে অংশ নিলেও দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ হিসেবে এই প্রথম যাচ্ছে বাংলাদেশ। এছাড়া দক্ষিণ এশিয়া থেকে নেপাল, ভারত ও শ্রীলংকাও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। মুকুট জিতেনেন শিলা। তার মাথায় ২০ লাখ টাকা দামের মুকুট পরিয়ে দিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

শিলা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাবা বর্ডার গার্ড বাংলাদেশ এর সৈনিক।

প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার অনুভূতি জানিয়ে শিরিন আক্তার শিলা বলেছিলেন, ‘আজ থেকে আমিই বাংলাদেশ। আমার বাবা একজন সৈনিক (বিজিবি)। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করতে চাই।’

পূর্ববর্তী নিবন্ধঅস্কার জয়ী পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধডিসেম্বরে মুক্তি পাচ্ছে জয়ার ‘রবিবার’