নওগাঁ প্রতিনিধি : নির্বাচন কমিশন ঈস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনকে ‘আসামির কাঠগড়ায় জবানবন্দীর’ সঙ্গে তুলনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নওগাঁ পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যেহেতু সার্চ কমিটির কাছে নাম জমা দিতে পারেনি তাই তারা এখন আসামির কাঠগড়ায়। সব কূল হারিয়ে দলটি এখন দিশেহারা। যদিও অনেকের মতে তাদের পক্ষের কয়েকজনের নামও জমা পড়েছে নির্বাচন কমিশন গঠনে কাজ করা সার্চ কমিটির কাছে।’
মন্ত্রীর বলেন, ‘বিএনপি নাম না জমা দিলেও কোনো কিছু যায় আসেনা। এবার সব মহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে। যার মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ’
শহরের জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় সংসদ সদস্যরাসহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।