মিরপুরে ‘জঙ্গি আস্তানায়’ মধ্যরাতে ফের বিস্ফোরণ, গুলি

 

মিরপুরে ‘জঙ্গি আস্তানায়’ মধ্যরাতে ফের বিস্ফোরণ, গুলি

: রাজধানীর মিরপুরের দারুস সালামের মাজার রোডের বাঁধন সড়কের বর্ধনবাড়ি এলাকার ভাঙ্গাওয়াল গলির ছয়তলা বিশিষ্ট বাড়িতে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ অভিযান স্থ‌গিত ঘোষণার পর মধ্যরা‌তে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথ‌মে এক‌টি বি‌স্ফোরণ ও ঠিক তার স‌ঙ্গে স‌ঙ্গে দু‌টি গু‌লির শ‌ব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এরপর সেখা‌নে টর্চ লাই‌টের আলো ফে‌লে তল্লাশি চালায় র‍্যাব।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা নাগাদ এই বি‌স্ফোরণ ও গু‌লির ঘটনা ঘটে। এ সময় ধোঁয়া উড়‌তে দেখা যায় ভবন থে‌কে। একই স‌ঙ্গে টর্চ লাই‌টের আলো জ্বালিয়ে তল্লাশি চালা‌য় র‍্যাব সদস্য‌রা।

এই ঘটনার ৩ ঘণ্টা আগে অভিযান স্থ‌গিত ঘোষণা ক‌রে বি‌ফ্রিং ক‌রেন র‌্যাব গণমাধ্যম‌ শাখার প্রধান মুফ‌তি মাহমুদ খান।

সেই বিফ্রিংয়ে আরও বলা হয়, রা‌তের আধা‌রে ভেত‌রে প্র‌বেশ করা হ‌চ্ছে না। বি‌স্ফোরক প‌ড়ে থাক‌তে পা‌রে। তাই সকা‌লে ভেত‌রে ঢু‌কবে র‌্যাব। ত‌বে র‌্যাবের অবস্থান থাক‌বে। কর্ডন ক‌রে রাখা হবে ভবন।

এর আগে মঙ্গলবার রাত ৯টা ৪৬ মিনিটের দিকে তিন থেকে তিনটি ভারী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ভবনটির ওপর আগুনের শিখা দেখার পর এখন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ সময় বাতাসে বারুদের গন্ধ পাওয়া যায়। ঘিরে রাখা সেই ‘জঙ্গি আস্তানায়’ রাসায়নিক বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে র‌্যাব।

পরে রাত সাড়ে ১০টার পর ঘটনাস্থলের কাছে সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান বলেন, ‘ভবনের থাকা মানুষদের নিরাপত্তা দেওয়াই আমাদের লক্ষ্য ছিল। সেটি আমরা নিশ্চিত করেছি।’

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জঙ্গিরা আত্মসমর্পন করতে চেয়েছিল। সেই অনুযায়ী তাদের সময় দেওয়া হয়েছিল। পরে তারা আরও আধা ঘন্টা সময় চায়। সেই অনুযায়ী তাদের সময় দেওয়া হয়। এরপর তিনটি ভারী বিস্ফোরণ হয়। মনে হচ্ছে এখানে কেমিক্যাল (রাসায়নিক) বিস্ফোরণ ঘটেছে।

উল্লেখ্য জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার (০৪ সেপ্টেম্বর) মিরপুরের দারুস সালামের ২০ নং বর্ধন বাড়ি এলাকার বাড়িটিতে রাত ১টা থেকে অভিযান শুরু করে র‌্যাব। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্তও আত্মসমর্পণ করেনি জঙ্গিরা।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা শরণার্থীর ৬০ হাজার 
পরবর্তী নিবন্ধসোয়া এক লাখ রোহিঙ্গা বাংলাদেশের পথে