মিতালি হয়ে ছক্কা হাঁকাতে পারলেন কি তাপসী?

বিনোদন ডেস্ক:

বায়োপিকের রূপকথার কেন্দ্রীয় চরিত্রে এবার নায়ক নন, নায়িকা। নাম মিতালি রাজ। ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। পেশাগত এ পরিচয়ের বাইরে ব্যক্তিগত জীবনে মিতালি কেমন, কীভাবেইবা জীবন হয়ে উঠলো এমন অসাধারণ, সেসব গল্প নিয়েই আসছে নতুন সিনেমা ‘সাবাস মিতু’। সৃজিত মুখোপাধ্যায়ের এ ছবিতে মিতালির ভূমিকায় ধরা দেবেন তাপসী পান্নু।

ছবিটির কাহিনির শুরু মিতালির শৈশব থেকে। প্রতিভার জোরেই কোচ সম্পতের নজরে আসেন মিতালি। এরপর শুরু প্রশিক্ষণ। ১৯৯৯ সালে মিতালির একদিনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা। সে পর্যন্ত আর পাঁচটা বায়োপিকের মতোই এগিয়েছে গল্প। এরপরই নারী ও পুরুষ ক্রিকেট দলের নানা তফাতের বিষয়গুলো সামনে আসে।

কিন্তু এ দৃষ্টিভঙ্গী পরিবর্তনের ক্ষেত্রে মিতালির অবদান কতটা, এ সিনেতাই সেটিই দেখিয়েছেন পরিচালক।

‘সাবাশ মিতু’ সিনেমায় আবেগের দৃশ্যগুলোর মধ্যে বিশ্বকাপ খেলতে নামার আগে ক্যাপ্টেন মিতালির বক্তব্য ‘চাকদে ইন্ডিয়া’র কথা মনে করিয়ে দেয়। মিতালির কোচের ভূমিকায় বিজয় রাজ, ঝুলন গোস্বামীর ভূমিকায় মুমতাজ সরকার আর সুকুমারির ভূমিকায় রয়েছেন মারওয়াহ।

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাই‌লে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪
পরবর্তী নিবন্ধরাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫