মিডিয়া এথিকস নিয়ে আর্টিকেল নাইনটিনের কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশে মিডিয়া হাউজ বা সাংবাদিকদের কি কি নীতি মেনে কাজ করা প্রয়োজন এ বিষয় নিয়ে ‘টিউটোরিয়াল কনটেন্ট ডেভেলপমেন্ট অন মিডিয়া এথিকস ইনবাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে বাক্‌স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া। এতেসহযোগিতা করছে ডয়চে ভেলে অ্যাকাডেমি।

বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত ওই কর্মশালায় আর্টিকেল নাইনটিন এর জ্যেষ্ঠ পরামর্শক রুবায়েত মল্লিকা রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।এতে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ  নজরুল এবং সাংবাদিক, লেখক ও পরিবেশবিদ মাহফুজ উল্লাহ।অনুষ্ঠানে তারা মিডিয়াএথিকস কি হওয়া উচিত তা নিয়ে আলোচনা তুলে ধরেন। অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, প্রাতিষ্ঠানিক বিষয় বিশেষজ্ঞ, আইনজীবি, জিজিটাল সিকিউরিটি বিশেষজ্ঞঅংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনায়  তারা বলেন, অনেক সময় মিডিয়া হাউজের মালিকদের আরোপিত বিধিনিষেধের কারণে তাদের সাংবাদিকতার নীতির সাথে আপোষ করতে হয়।এক্ষেত্রেরাজনৈতিক বিধিনিষেধ, ভয়ভীতি থেকে সাংবাদিকরো নিজেদের গুটিয়ে নেওয়া, পক্ষপাতিত্ব, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতার প্রবনতা, বিজ্ঞাপনেরচাপসহ আরো নানান বিষয় নিয়ামক হিসেবে কাজ করে।

পূর্ববর্তী নিবন্ধনতুন ঠিকানায় এসবিএসি ব্যাংকের বগুড়া শাখা
পরবর্তী নিবন্ধ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত