নিজস্ব প্রতিবেদক
পুলিশের ওপর হামলার অভিযোগে ইন্ধনদাতা সন্দেহে রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমানকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
এ বিষয়ে অভিযোগ করে মিজানুর রহমানের স্ত্রী শামিম হাসেম খুকি জানান, আমার মেয়েকে আজ সকালে সে ফোন করে জানায় তাকে পুলিশ পরিচয়ে একটি গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। এরপর তার ফোন কেটে যায়। পরে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মিজানুর রহমানের বন্ধু মাহতাব উদ্দিন আহমেদ জানান, আজ বেলা ১১টার দিকে মিজানুর আমাকে ফোন দিয়ে জানায় তাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, আমি এখন শ্যামপুর থানায় আছি। মিজানুর কথা শুনে আমি শ্যামপুর থানায় যাই। কিন্তু আমাকে ভেতরে যেতে দেয়নি।
জানতে চাইলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, তিনি পুলিশের ওপর হামলার ঘটনার সন্দেহভাজন। তবে তাকে আমরা আটক করিনি। ডিবি তাকে আটক করে থাকতে পারে।