স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের মাঠে বার্সেলোনার জয়খরা বেড়ে সাত ম্যাচে দাঁড়ালো। জার্মানদের মাঠে তারা হেরে গেছে ২-০ গোলে। অথচ চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের এই ম্যাচে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে কাতালান জায়ান্টরা। কিন্তু জয় পেলো না তারা, এই ফলে একই সঙ্গে ক্ষুব্ধ ও বিরক্ত বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
লুকাস হার্নান্দেজ ও লেরয় সানের গোলে হেরে গেছে বার্সা। একাধিক সুযোগ নষ্টের মাশুল দিতে হয়েছে তাদের। শুরুতেই রবার্ট লেভানডোভস্কির শট ক্রসবারের উপর দিয়ে যায়। বিরতির আগে আরও দুইবার ব্যর্থ হন পোলিশ স্ট্রাইকার। গোলপোস্টের নিচে অপ্রতিরোধ্য ছিলেন বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল ন্যয়ার। দ্বিতীয়ার্ধে পেদ্রির শট পোস্টে লাগলে বার্সা হতাশা নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচ শেষে জাভি বললেন, ‘আমি বিরক্ত, আমি ক্ষুব্ধ। আমি হারতে পছন্দ করি না এবং আমাদের এটা প্রাপ্য ছিল না।’ পুরোটা সময় বার্সার দাপট ছিল বললেন তিনি, ‘আমি মনে করি আমরা ভালো খেলেছি, তাদের ওপর ছড়ি ঘুরিয়েছি। কিন্তু এটা চ্যাম্পিয়নস লিগ। প্রক্রিয়া ভালো ছিল, কিন্তু ফল খারাপ। এই স্টেডিয়ামে জয়ের সুবর্ণ সুযোগ ছিল এবং হার নিয়ে আমরা চলে যাচ্ছি। আমি হতাশ।’