মায়ের স্বপ্ন পূরণে মাশরাফির নতুন বাড়ি

পপুলার২৪নিউজ ডেস্ক:
14বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ এবং ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দৃঢ় নেতৃত্বে জাতীয় ক্রিকেট দল বাংলাদেশের মানুষের স্বপ্ন অনেকটাই পূরণ করতে পেরেছে। তাই এবার নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে জন্মস্থান নড়াইলে ‘মর্তুজা কটেজ’ নামে একটি স্বপ্নের বাড়ি তৈরি করছেন তিনি।

স্বপ্নের এ বাড়ির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে ২৫ ভাগ কাজ শেষ হয়েছে। এখন চলছে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি।

বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্র মাশরাফির জন্মস্থান নড়াইল শহরের মহিষখোলা গ্রামে গিয়ে সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে বাড়ির মূল কাঠামোর কাজ শেষের পথে। ছাদ ঢালাইয়ের কাঠামো তৈরির কাজ চলছে।

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, মাশরাফি তার মায়ের স্বপ্ন পূরণ করতেই ‘মর্তুজা কটেজ’ নামে এ বাড়ি তৈরি করছে। ছাদ ঢালাইয়ের সময় মাশরাফি বাড়ি আসবে বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাপেকোয়েনসের ম্যাচে কলম্বিয়াকে হারাল ব্রাজিল
পরবর্তী নিবন্ধভ্রমণে সব সময় ‘ফটোজেনিক’ থাকার ৮ উপায়