মাসিকছড়িতে মহামুনি সানফ্লাওয়ার একাদশ তিন গোলে বিজয়ী

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মানিকছড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো জেলার অন্যতম ও বড় ফুটবল আসর বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর চতুর্থ আসরের।
১৯ জুলাই (শুক্রবার) বিকেলে রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ–অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন , মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন,জেলা পরিষদ সদস্য এম এ জব্বার,মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন,সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ রাজ্জাক,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন,উপজেলা মহিলা ভাইস উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলিরানী চৌথুরী, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাটনাতলীইউপি শাহদুল ইসলাম মোহন, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যজরী মহাজন, উপস্থিত ছিলেন।
প্রথান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। খেলার আয়োজকদের একলক্ষ টাকা অনুদান প্রধান করেন। ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক ও খেলা পরিচালনা কারী আহবায়ক খেলাটি ৪থ বারের চুনামেন্ট এইবার ৩২টি দল অংশ গ্রহন করবেনন।
উদ্ভোথনী ম্যাচে সেতু বন্ধন জুনিয়র ও মহামুনি সানফ্লাওয়ার একাদশ প্রতিদদ্ধীতা করেন। মহামুনি সানফ্লাওয়ার একাদশ তিনটি গোল দেন সেতু বন্ধন জুনিয়র কে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে গৃহবধুর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধফটিকছড়ির দি স্কয়ার ক্লিনিকে সুমি নামের এক নার্সের আত্বহত্যা