মঙ্গলবার বিসিবি থেকে জানানো হল বেতনের অঙ্কটা, যা কার্যকর হয়েছে এ বছর ১ জানুয়ারি থেকে।
এ-প্লাস ক্যাটাগরিতে চার সিনিয়র ক্রিকেটার মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মাসিক বেতন চার লাখ টাকা করে।
এদিকে তিন ফরম্যাটের তিন অধিনায়ক মুশফিকুর রহিম (টেস্ট), মাশরাফি মুর্তজা (ওয়ানডে) এবং সাকিব আল হাসান (টি ২০) আরও ২০ হাজার টাকা করে পাবেন প্রণোদনা হিসেবে। ১০ হাজার টাকা প্রণোদনা পাবেন বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল।
এদিকে এ-প্লাস ক্যাটাগরি থেকে এ-ক্যাটাগরিতে নেমে গেছেন মাহমুদউল্লাহ। এই গ্রেডভুক্ত একমাত্র খেলোয়াড় তিনি। তার বেতন মাসে তিন লাখ টাকা।
বি-ক্যাটাগরিতে আছেন চারজন। তারা হলেন- ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক ও সাব্বির রহমান। তাদের প্রত্যেকের বেতন দুই লাখ টাকা।
দেড় লাখ টাকা করে মাসে বেতন পাবেন সি-ক্যাটাগরিভুক্ত রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ডি-ক্যাটাগরিতে আছেন তিনজন- মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বী। তারা মাসে পাবেন এক লাখ টাকা করে।
নতুন বেতন কাঠামোয় প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন ও কামরুল ইসলাম রাব্বী। বাদ পড়েছেন নাসির হোসেন, আল-আমিন হোসেন ও আরাফাত সানি।