মালয়েশিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এমন পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া।
শনিবার (০৩ জুলাই) থেকে এই বিধিনেষেধ কার্যকর হবে বলে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানিয়েছেন।

বৃহস্পতিবার (০১ জুলাই) সাবরি ইয়াকুব জানান, রাজধানী কুয়ালালামপুর ও পার্শ্ববর্তী রাজ্য সেলাঙ্গরের কয়েকটি জেলায় দুই সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ শনিবার থেকে কার্যকর হবে। এই সময়ে কেবল খাদ্য উৎপাদনকারী ও দৈনন্দিন পণ্য বিক্রির প্রতিষ্ঠানসহ জরুরি ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।

গত সপ্তাহে করোনার বিস্তার রোধে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের নিচে না নামার আগ পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪২১
পরবর্তী নিবন্ধকানাডায় তীব্র তাপদাহে ৪৮৬ জনের মৃত্যু