পপুলার২৪নিউজ ডেস্ক:মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ রি’য়াতউদ্দীন দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে মুহিদ্দীন ইয়াসিনকে নিয়োগ দিয়েছেন। মুহিদ্দীন মালয়েশিয়ার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দল মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান।
প্রধানমন্ত্রী হওয়ার পথে বিরোধী ন্যাশনাল ফ্রন্ট কোয়ালিশন ও মালয়েশিয়ান ইসলামিক পার্টির সমর্থন পেয়েছেন মুহিদ্দীন। আগামীকাল রোববার রাজার সামনে ন্যাশনাল প্যালেসে শপথ নেবেন তিনি।মুহিদ্দীন প্রধানমন্ত্রী হওয়ার কারণে মাহাথিরের পর আনোয়ার ইব্রাহিমের ক্ষমতা গ্রহণের সুযোগ হাতছাড়া হলো। ২০১৮ সালের মে মাসের নির্বাচনে মাহাথির অবিশ্বাস্যভাবে ক্ষমতায় ফেরার আগে আনোয়ার ও তার মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে সমঝোতা হয়েছিল।গত ২৪ ফেব্রুয়ারি রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে পদত্যাগ করেন ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। কিন্তু দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করে।দুই প্রধান বিরোধী দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) এবং মালয়েশিয়ান ইসলামিক পার্টির ৫৭ জন সংসদ সদস্য মুহিদ্দীনকে সমর্থন দেন। আনোয়ারের মতো ৭২ বছর বয়সী মুহিদ্দীনও ইউএমএনও পার্টির সদস্য ছিলেন। মাহাথিরের সরকারে আনোয়ার যেমন উপ-প্রধানমন্ত্রী ছিলেন, তেমনি নাজিব রাজাকের সরকারেও উপ-প্রধানমন্ত্রী ছিলেন মুহিদ্দীন। তারা দুজনই তাদের পদ হারান, যদিও তা ভিন্ন কারণে।