মালালা কানাডার নাগরিকত্ব পেলেন

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের শিক্ষা আন্দোলনের নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে।

বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মালালার হাতে এই সনদ তুলে দেন।

সনদ হস্তান্তর উপলক্ষে টরেন্টোর পিচ টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এ নিয়ে মালালা ছয়টি দেশের নাগরিকত্ব গ্রহণ করলেন। তিনিই হচ্ছেন সর্বকনিষ্ঠ কেউ যিনি কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পেলেন।

সনদ গ্রহণের পর মালালা বলেন, ‘এটি শুধু সম্মানসূচক নাগরিকত্বই নয়, এটি অঅমার জন্য অনেক সন্মানের। আমি আন্তরিকতার সঙ্গে এটি গ্রহণ করেছি।’

তিনি বলেন, ‘আমি কানাডাকে ধন্যবাদ জানাই নারী শিক্ষাকে গুরুত্ব দেয়ার জন্য। মানবতা, শরণার্থী, নারীদের জন্য কানাডার যে অবস্থান তা, অবশ্যই প্রশংসার দাবিদার।’

অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মালালার কার্যক্রম, বেড়ে ওঠার গল্পকে উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেন।

তিনি বলেন, তালেবানদের সহিংস বাঁধার পরেও মালালা দমে যায়নি, যেভাবে অন্যরা হারিয়ে যায়। বরং তিনি আরও শক্তিশালী হয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার আগ্রহ তার আরও তীব্র হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারত দুর্বল হলে আমরাও দুর্বল হয়ে যাব:পাপন
পরবর্তী নিবন্ধরুবেলের তোপে স্মরণীয় হলো না আশরাফুলের প্রত্যাবর্তন