আগের ম্যাচে চিলির বিপক্ষে জিততে পারেনি। পরের ম্যাচে এসে মেক্সিকোর বিপক্ষে লিওনেল স্কোলানি প্রমাণ করে দিলেন মেসি-আগুয়েরোরা না থাকলেও সমস্যা নেই। আর্জেন্টিনা ঠিকই জিততে পারে। কারণ, মঙ্গলবার রাতে লাওতারো মার্টিনেজের হ্যাটট্রিকে মেক্সিকোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লা আলবেসেলেস্তারা।
এমনিতেই নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ফুটবল খেলতে পারছেন না মেসি। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেফারি এবং লাতিন আমেরিকান ফুটবল এসোসিয়েশন কনমেবলের কঠোর সমালোচনা করায় ৩ ম্যাচ নিষিদ্ধ হন মেসি।
শুধু মেসিই নন, কোচ লিওনেল স্কোলানি দলে রাখেননি সার্জিও আগুয়েরো এবং এঞ্জেল ডি মারিয়াকেও। যে কারণে গত সপ্তাহে চিলির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে গোলই পায়নি আর্জেন্টাইনরা। যদিও ওই ম্যাচে গোলশূন্য ড্র করেছিল তারা।
মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন লাওতারো মার্টিনেজ।