শনিবার ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় সেমনান প্রদেশে এ মহড়া অনুষ্ঠিত হয়।
রিপাবলিক গার্ডের ওয়েবসাইটে বলা হয়, হুমকি মোকাবিলায় ইরানের পুরোপুরি প্রস্তুত থাকা এবং ওয়াশিংটনের অপমানজনক নিষেধাজ্ঞার জবাব দিতে এ অনুশীলন চালানো হয়েছে।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
এর আওতায় রিপাবলিক গার্ড ছাড়াও ইরানের ১২ বারোটি কোম্পানি এবং ইরান ও চীনের তেরো জন ব্যক্তি রয়েছেন।
নিষেধাজ্ঞা জারির পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার অঙ্গিকার করে ইরান।
এর পরদিনই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ইরানের রিপাবলিক গার্ড ক্ষেপণাস্ত্র নিয়ে মহড়া দেয়।
গত রোববার ইরান দুই হাজার কিলোমিটার লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম এমন মধ্যম রেঞ্জের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইল এবং আরব উপদ্বীপে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো সম্ভব।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ব্যাপক কড়া প্রতিক্রিয়া জানান নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি এক টুইট বার্তায় বলেন, ইরান আগুন নিয়ে খেলছে। তারা বুঝতে পারেনি প্রেসিডেন্ট ওবামা তাদের প্রতি কত দয়ালু ছিল। আমি নই।
এর জবাবে ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের পক্ষ থেকে বলা হয়, একজন অনভিজ্ঞ ব্যক্তির অপ্রয়োজনীয় হুমকির কাছে তারা কোনোভাবেই নতি স্বীকার করবে না।
এরপর শুক্রবার ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা বিষয়ক ভারপ্রাপ্ত প্রধান জন স্মিথ।
এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসের প্রতি ইরানের ক্রমাগত সমর্থন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন ওই অঞ্চলে ও বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অংশীদারদের প্রতি হুমকি তৈরি করেছে।