পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের বাম-হাতি স্পিনার আরাফাত সানিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে নিজ বাড়ি সাভারের আমিন বাজার থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মীর জামাল উদ্দিন বলেন, চার-পাঁচ দিন আগে নাসরিন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, সানি দীর্ঘদিন ধরে ওই তরুণীর নোংরা ছবি প্রকাশের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ এসেছে।
অবশ্য গ্রেফতারের পর থানায় জিজ্ঞাসাবাদে সানি বিষয়টি স্বীকার করে কোনো তথ্য দিয়েছেন কিনা এ বিষয়ে কিছু জানাতে চাননি ওসি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মামলাকারী তরুণী নিজেকে সানির স্ত্রী দাবি করেছেন। তবে এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই, সানি নিজেও কিছু বলেননি।’
এদিকে স্থানীয়দের বরাতে আমাদের সাভারের স্টাফ রিপোর্টার জানান, নাসরিন সুলতানা ক্রিকেটার আরাফাত সানি স্ত্রী। ২০১০ সালের জানুয়ারিতে আমনিবাজারের বড়দেশী গ্রামের নাসরিন সুলতানা ওরফে আফসানার সঙ্গে তার বিয়ে হয়।
বিগত দুই বছর ধরে তাদের মধ্যে সাংসারিক মনমালিন্য চলছিল। বণিবনা না হওয়ায় স্বামীর বিরুদ্ধে তিনি মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
তথ্য-প্রযুক্তি আইনে দায়ের সেই মামলায় পুলিশ রোববার আমিন বাজার বড়দেশী গ্রাম থেকে আরাফাত সানিকে গ্রেফতার করেছে।(যুগান্তর)