পপুলার২৪নিউজ নিজস্ব প্রতিবেদক:
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বায়োইনফরমেটিকস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসের সেমিনার রুমে দিনব্যাপী এ ওয়ার্কশপের উদ্ভোন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম উমার আলী।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. মির আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত ট্রেজারার ও সাবেক অতিরিক্ত সচিব হাফিজুল ইসলাম মিয়া, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সয়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেরস ড. এম. কোরবান আলী, রেজিস্ট্রার ও সাবেক সচিব মনিরুল ইসলাম, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. ইয়াকুব হোসাইন, সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম, ফার্মেসি বিভাগের প্রধান রাকিব আল মামুন প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আয়োজনে ওয়ার্কশপের কিনোট স্পিকার ছিলেন প্রতিষ্ঠাতা ও বায়ো বায়ো ওয়ান রিসার্চ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ফখরুজ জামান। অন্যান্যের মাঝে বায়ো বায়ো ওয়ান টিমের রিসার্স কোঅর্ডিন্টের মো. আরিফ খান, কোঅর্ডিনেটর অরুণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ফার্মেসি ও সিএসই বিভাগের ৩০ জন ছাত্র-ছাত্রী ওয়ার্কশপে অংশ নেন।