পপুলার২৪নিউজ ডেস্ক:
যে প্রক্রিয়ায় মানুষের দেহ প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে বা পরিবর্তিত হয়, নিঃসন্দেহে তা এক বিস্ময়কর বিষয়। মানবদেহ সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা শুনলে হতবাক হয়ে যাবেন।
মস্তিষ্কের ৮০ শতাংশই পানি এবং মস্তিষ্কের ব্যবহারে ১০ ওয়াটের বাল্ব জ্বালানো সম্ভব। আপনার পাকস্থলীর অভ্যন্তরের লাইনিং প্রতি ৩-৪ দিন পর পর বদলাতে থাকে। এমন অনেক না জানা তথ্য রয়েছে। এখানে জেনে নিন আরো কিছু বিস্ময়ের কথা।
১. যদি মনে করেন কেবল পোষা প্রাণীটারই ত্বক উঠে নতুন ত্বক গজায় তো ভুল করলেন। মানুষের ত্বকও প্রতিনিয়ত উঠতে থাকে যা চোখে পড়ে না। প্রতিঘণ্টায় ত্বকের ৬ লাখ অতি ক্ষুদ্র অংশ ঝরে পড়ে। আর সেখানে নতুন ত্বক গজায়।
২. মানুষের নাক হয়তো কুকুরের নাকের মতো এতটা শক্তিশালী নয়। কিন্তু খুব দুর্বলও কিন্তু নয়। আমাদের নাক প্রায় ৫০ হাজার ভিন্ন ভিন্ন গন্ধ শনাক্ত করতে পারে।
৩. ত্বক পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে প্রতি মুহূর্তে ধোয়া-মোছাতেও কোনো লাভ নেই। কারণ, আপনার ত্বকে ৩২ মিলিয়ন ব্যাকটেরিয়া বাস করছে। তবে চিন্তার কিছু নেই। এগুলো সবই নিরাপদ।
৪. যখন শিশু ছিলেন, তখন আপনার দেহে ৩৫০টি হাড় ছিলো। কিন্তু বেড়ে ওঠার সঙ্গে হাড় একটা অন্যটার সঙ্গে জোড়া লাগতে থাকে। বড়দের দেহে ২০৬টি হাড় থাকে।
৫. খাবার ছাড়াই আমাদের দেহ কয়েক সপ্তাহ টিকে থাকতে পারে। কিন্তু ঘুম এমন এক জিনিস যা আপনার জীবন কেড়ে নিতে পারে। যদি একটানা ১১ দিন না ঘুমিয়ে কাটান, তব তা প্রাণঘাতী হতে পারে।
৬. তিন থেকে চার দিন অন্তর মানবদেহ নতুন নতুন স্টমাক লাইনিং পায়। নতুন গড়ে ওঠা পাকস্থলীর এই ভেতরের দেয়াল আরো বেশি শক্তিশালী এসিড হজম করতে পারে।
৭. ঘামের কারণে আমাদের পায়ের পাতায় বাজে গন্ধের সৃষ্টি হয়। মানুষের পায়ে ৫০ হাজার ঘামগ্রন্থি থাকে।
৮. হাঁচির সময় মুখ থেকে দ্রুত বাতাস বেরিয়ে আসে। আপনি কি জানেন, হাঁচি দিলে বেরিয়ে আসা বাতাসের বেগ ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত হয়।
৯. এক জীবনে মানবদেহ ২০ হাজার লিটার শ্লেষ্মা উৎপন্ন করেন। এগুলো দিয়ে দুটো সুইমিং পুল ভরে ফেলা সম্ভব।
১০. হাতের কনিষ্ঠাঙ্গুলিকে অবহেলা করবেন না। হাতের মোট শক্তির ৫০ শতাংশই আসে এই আঙুল থেকে।
১১. ভূমিষ্ট হওয়ার সময় আমাদের মস্তিষ্কের আকার থাকে মোটা দৈর্ঘ্যের এক-চতুর্থাংশ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের মোট দৈর্ঘ্যের এক-অষ্টমাংশের সমান আকার পায় মস্তিষ্ক।
১২. নারীদের মুখে লোম গজানো খুবই অস্বস্তিকর বিষয়। কিন্তু দেহের যেকোনো অংশের লোম অপেক্ষা মুখের লোমই সবচেয়ে দ্রুতগতিতে বাড়ে।
১৩. মস্তিষ্কের টিস্যু গোলাপি রংয়ের হয়। এটা নরম এবং জেলির মতো। এর কারণ হলো মস্তিষ্কে প্রচুর পরিমাণে পানি থাকে। স্বাস্থ্যের যত্নে তাই যথেষ্ট পরিমাণ পানি পান করতে হয়।
১৪. জন্মের সময় চোখের রং থাকে নীল। ধীরে ধীরে চোখে মেলানিন জমতে থাকে। এরাই পরে চোখের রং ঠিক করে দেয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া