প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের সাথে রাজৈর থেকে টেকেরহাটগামী মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেকেরহাট বন্দরের শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষিকা সুরুচী রাণী মন্ডল ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বেপারী, সহকারী শিক্ষক অমৃত সরকার, চরমুগরিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমার গাইন, সুমনলাল, আলমদস্তার দেলোয়ার হোসেন, কোটালীপাড়ার বিমল সরকার ও মুকসুদপুরের স্বপন সরকার আহত হয়েছে। আহতদের রাজৈর ও টেকেরহাটের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ রাস্তার দুই পাশে বিদ্যুতের খুঁটি রাখার কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
রাজৈর থানার ইনস্পেক্টর (তদন্ত) সিরাজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বাসটি হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।