মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের ১৫ বছরের কারাদণ্ড

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ২২ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় ট্রাক ড্রাইভার ও হেলপারকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ ১নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন মঙ্গলবার দুপুরে দণ্ডিতদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলো- রাজশাহী জেলার পাহাড়পুর নামাজ গ্রামের হাসান আলীর ছেলে ট্রাক চালক আব্দুল জলিল (৩৪)ও একই জেলার শ্রী মহন্তপুর গোদাগারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে ট্রাকটির হেলপার রমজান আলী (২৪)।

আদালত তাদের একই সঙ্গে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছে। অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করে যুগান্তরকে বলেন,২০১৫ সালের ১০ এপ্রিল কাঁচপুর  ব্রিজের পূর্বপাড়ে ঢাকা মেট্রো-ট ১৪-৫৫১৮ নম্বর রড বোঝাই ট্রাক আটক করেন আদমজীনগর র‌্যাব-১১ এর সদস্যরা।

এসময় ট্রাকটি তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ২২ হাজার পিস ইয়াবা ও ১৯ হাজার টাকা উদ্ধার করে। পিপি বলেন,চালক ও হেলপার অভিনব কৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক বহন করে বিভিন্ন জেলায় পৌছে দিত।

পূর্ববর্তী নিবন্ধ‘ময়নামতি’ হবে কুমিল্লা বিভাগের নাম
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে ৫ খুন: দুই ম্যাজিস্ট্রেটকে জেরা