মাদক বিক্রির দায়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বহিস্কার

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম শেখকে (২০) মাদক বিক্রির অপরাধে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এরআগে বুধবার দিবাগত গভীর রাতে কোটালীপাড়া উপজেলার উত্তরপাড় এলাকার হেলাল মার্কেট থেকে আসলামকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল ফারুক।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ বলেন, আসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। বুধবার দিবাগত গভীর রাতে হেলাল মার্কেটের পাশে ইয়াবা বিক্রির সময় ৭ পিচ ইয়াবাসহ আসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর আজ বৃহম্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সে উত্তরপাড় গ্রামের মিলু শেখের ছেলে।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবী বা বিক্রেতার ছাত্রলীগে কোন স্থান নেই। আসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। একারনে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহন করে দল থেকে বহিস্কার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ পাচার রোধে দুদকের গোয়েন্দা টিম মাঠে
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক