পপুলার২৪নিউজ ডেস্ক:
খেলার সময় মাথায় আঘাত পেয়ে সংজ্ঞা হারানো অ্যাতলেটিকো স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের চেতনা ফিরেছে।
তার অবস্থা স্থিতিশীল ও ভালো রয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
তবে ওই ম্যাচে ডেপোর্টিভো লা করুনা ১-১ গোলে ড্র করেছে।
ম্যাচের ৮৫তম মিনিটে সাবেক লিভারপুল ও চেলসি স্ট্রাইকারের প্রতিপক্ষের অ্যালেক্স বার্জেন্টিনোসের সঙ্গে বড় ধরনের সংঘর্ষ হয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অ্যাতলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে বলেন, ‘আমি ঘটনার পর পুরোপুরি ‘নার্ভাস ও চিন্তিত’ হয়ে পড়ি।’
তিনি বলেন, ‘আমরা মাঠের বাইরের বেঞ্চ থেকে আঘাতের শব্দটি শুনতে পাই, আর দেখতে পাই সে কিভাবে পড়ে গেল। এতে আমরা ভীত হয়ে পড়ি। আমরা বুঝতে পারি না, এটা কি তার ঘাড়ের আঘাত ছিল কিনা।’
এ ঘটনার পর তোরেসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাতে ভয়ের কিছু নয়। বর্তমানে তোরেস সুস্থ রয়েছেন।