মাঠে ফিরে নেইমারের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে মাঠে ফিরে জোড়া গোল করলেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার প্রীতি ম্যাচে স্বাগতিক ক্লাব জনবাক হুন্দাই মোটর্সের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি।

নিজে জোড়া গোল করার পর সতীর্থর গোলে অ‌্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তাতে জয় দিয়ে প্রাক-মৌসুম শেষ করল পিএসজি। এর আগে প্রাক-মৌসুমে প্রথম তিন ম্যাচেই জয় পায়নি পিএসজি। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর জাপানের দল সেরেজো ওসাকার বিপক্ষে হেরে যায় তারা ৩-২ ব্যবধানে। এরপর ইন্টার মিলানের কাছে হারে ২-১ গোলে। অবশেষে নেইমারের ফেরার ম‌্যাচে জয় দিয়ে শেষটা রাঙাল পিএসজি।

সাড়ে পাঁচ মাস পর মাঠে ফেরেন নেইমার। গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম‌্যাচ চলাকালীন অ‌্যাঙ্কেলে চোট পান। এরপর তাকে অস্ত্রোপচার করানো লেগেছিল। মাঠে ফিরে নেইমার ছিলেন স্বরূপে। ৪০ মিনিটে তার গোলে লিড নেয় পিএসজি। ডি বক্সের বাইরে থেকে পায়ের কারিকুরি দেখিয়ে বল নিয়ে ভেতরে ঢুকে লক্ষ‌্যভেদ করেন। এরপর ৮৩ মিনিটে তার নিখুঁত শট ফেরাতে পারেননি গোলররক্ষক। ম‌্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে মার্কো আসেন্সিওকে বল বাড়িয়ে দিয়ে গোল করান নেইমার।

নেইমার দলে ফেরায় পিএসজি শিবিরে স্বস্তি ফিরলেও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তাকে বিদায় করতে মরিয়া হয়ে উঠেছে ক্লাবটি। সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে বিক্রি করতে চেয়েছিল তারা। ফরাসী তারকা রাজী হননি। তার ইচ্ছা আরো এক বছর পিএসজিতে থেকে ফ্রি খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে যাওয়ার।

 

পূর্ববর্তী নিবন্ধকৃষ্ণ সাগরে রাশিয়ার ট্যাংকারে হামলা
পরবর্তী নিবন্ধনো বলে গুগলিও হয় না, আউটও হয় না : ফখরুলকে কাদের