মাগুরায় ব্রিজ ভেঙে যশোর-মাগুরা সড়ক যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
মাগুরার ফুটকি নদীর উপর সীমাখালী ব্রিজ ভেঙে পাথরবাহী দুটি ট্রাক ও একটি কভার্ড ভ্যান নদীতে পড়ে গেছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে যশোর-মাগুরা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১০টার দিকে যশোরগামী দুটি পাথরবাহী ট্রাক এবং মাগুরাগামী একটি বড় কভার্ডভ্যান ব্রিজটির উপর দিয়ে পাশাপাশি অতিক্রম করার সময় তিনটি যানসহ ব্রিজটি নদীতে ভেঙ্গে পড়ে।

এতে মাগুরাগামী ও যশোরগামী যানবাহন ওই সড়কের উভয় পাড়ে আটকে পড়ে। এছাড়া ঢাকাগামী কিছু যানবাহন ঝিনাইদহ হয়ে ঢাকা চলাচল করছে। তবে সড়কটি ভেঙে পড়ায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানায়, একই সঙ্গে তিনটি ওভারলোডেড যান ব্রিজটিতে উঠে পড়ায় তা ভেঙে পড়ে।

তবে দুপুর সাড়ে ১২টায় রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কোনো কর্তৃপক্ষ আসেনি।

তবে পুলিশ সড়কে আটকেপড়া যানবাহনের শৃংখলায় কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধআপনার যে ১০টি বিষয় আপনার বসকে বলবেন না
পরবর্তী নিবন্ধরাতের ট্রেনে তরুণীকে এসিড ছুড়ল যুবক!