প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের ওপর প্রতি মুহূর্তে নজরদারি করে। তথ্যফাঁস কাণ্ডের পর তা নিজেই জানিয়েছিলেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকেরবার্গ। এ বার জানালেন ঠিক কীভাবে ব্যবহারকারীদের গতিবিধিতে নজরদারি চালানো হয়।
মার্কিন সিনেটের দুই হাজার প্রশ্নের উত্তরে দেওয়া বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীর মোবাইল, কম্পিউটার ও মাউস থেকে মূলত ডেটা সংগ্রহ করে ফেসবুক। ব্যবহারকারী মাউস নিয়ে কোন কোন দিকে যাচ্ছে, তা ট্র্যাক করেই ডেটা সংগ্রহ করে ও নজরদারি চালায়।
মাউসের নড়াচড়া থেকে ডেটা নিতে সুবিধা হয় ফেসবুকের। তাহলে মানুষ ও রোবোটের সঙ্গে পার্থক্য করতে সুবিধা হয়। এই নজরদারির পেছনে ফেসবুকের যুক্তি, ব্যবহারকারীর চাহিদা বুঝে বিভিন্ন বিজ্ঞাপন দিতে সুবিধা হয়।
এছাড়া কোন লিঙ্গের প্রোফাইলে বেশি ঢুঁ মারছে ব্যবহারকারী, কাকে বন্ধু তালিকা থেকে তাড়াচ্ছে, কোন বিজ্ঞাপনে ক্লিক করছে, সব ডেটা সংগ্রহ করে প্রতিটি ব্যবহারকারীর ডেটা প্রোফাইল তৈরি করা হয়।