পপুলার২৪নিউজ ডেস্ক:চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ঝলসানো শরীরটা অস্ফুট উচ্চারণে কয়েকটা শব্দই বলে গিয়েছিল মায়ের দিকে তাকিয়ে-আমার খুব কষ্ট হচ্ছে। মা আমি বাঁচতে চাই। আমি ভালো হয়ে পরীক্ষা দিতে চাই। তারপরই সব শেষ। ঘড়ির কাঁটা তখন শুক্রবার রাত একটার আশেপাশে। বন্ধুমহলে দাপিয়ে বেড়ানো, ঘরদোর মাতিয়ে রাখা বাড়ির ছোট মেয়েটা একেবারেই নির্জীব হয়ে গেল, আর চোখ ফিরে তাকালো না। বছর ১৬তেই সব কিছু ফেলে চলে গেলো মেয়েটি। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে ইপ্তির শেষ কথাগুলো বলছিলেন আত্মীয় মোহাম্মদ ইসমাইল।
তনিমা আফরিন ইপ্তি নগরীর কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। পরীক্ষার ভালো ফল করার তাগাদায় শুক্রবার ভোরেই ঘুম থেকে উঠছিল সে। তারপর কিছু একটা রান্না করতে গিয়েছিল চুলার কাছে। আগুন ধরাতেই ভয়ংকর বিস্ফোরণ। এরপরেরটা সবার জানা। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ইপ্তির দাদি ছামেদা খাতুন (৭০)। মা ও মেয়ের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্বজনদের নিয়ে অপেক্ষা করছিলেন শোকস্তব্ধ আব্দুল মোতলেব চৌধুরী।
এসময় তিনি বলেন, আমার তো দুর্ঘটনা ঘটে গেল। আমি তো ছিলাম না বাসায়। আমার মা-মেয়ে আর ছেলেরা ছিল। সবাই ধারণা করছে গ্যাস থেকেই এ ঘটনা ঘটেছে। তারপর তাদের গায়ে আগুন লাগলে তারা বাসা থেকে বেরিয়ে পড়ে। আমার সব শেষ হয়ে গেল। বলতে বলতে চোখ বেয়ে পড়তে থাকে জল। নিজেকে ধরে রাখতে পারলেন না আর। আব্দুল মোতলেব চৌধুরীর স্মৃতিতে যেন ভেসে ভেসে আসছিল মেয়ের খন্ড খন্ড স্মৃতিগুলো। বৃহস্পতিবার বিদায় অনুষ্ঠানে স্কুল থেকে দেওয়া ফুলের মালাটি বাসায় নিয়ে এসে বলেছিল আব্বু এটা তোমার জন্য। কথা নয় যেন শোক বের হচ্ছিল আব্দুল মোতালেবের কণ্ঠ থেকে।