নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার বিষয়ে গত ২১ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছিল দলটি। এর চার দিন পর চিঠি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ডিএমপি থেকে সমাবেশের ৭টি বিষয় জানতে চেয়ে বিএনপিকে পাল্টা চিঠি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভীর কাছে পাঠানো চিঠিতে সাতটি বিষয় জানতে চায় পুলিশ।
চিঠিতে পুলিশ জানতে চায়, সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে? সমাবেশে কী পরিমাণ লোক সমাগম হবে? সমাবেশটি নয়াপল্টস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঠিক কোন-কোন স্থান পর্যন্ত বিস্তৃত হবে? সমাবেশের বক্তব্য প্রচারের জন্য কোন স্থানে মাইক স্থাপন করা হবে? সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন কিনা? সমাবেশে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জন্য কাউকে নিয়োগ করা হবে কিনা? তার সংখ্যা কত? নিরাপত্তাজনিত কারণে নয়াপল্টন অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প ২টি ভেন্যুর নাম প্রস্তাব।
পল্টন মডেল থানা অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন মিয়ার পাঠানো চিঠিটি গ্রহণ করেন বিএনপির অফিস সহকারী শামীম। তিনি ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে পুলিশের পক্ষে থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।
তবে, বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত চিঠির কোনো জবাব দেওয়া হয়নি বলে জানা গেছে।