মহাকাশের গবেষণায় রাশিয়া যে সেরা, সেকথা ফের যেন নতুন করে মনে করিয়ে দিল দেশটি। একবারে ৭৩টি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করল রাশিয়া। সুয়জ ২.১-এ রকেট দিয়ে এই সমস্ত উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে।
রাশিয়া এর আগে একসঙ্গে ৩৬টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল।
এবার কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রাম উৎক্ষেপণকেন্দ্র থেকে রকেটটি মহাকাশে ছোঁড়া হয়। এতে কানোপাস ভি-আইকেসহ ৭২টি কৃত্রিম ক্ষুদে উপগ্রহ ছিল। অগ্নিকাণ্ড এবং জরুরি অবস্থা পর্যবেক্ষণের কাজ করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে কানোপাস ভি-আইকে উপগ্রহকে।
সুয়জ ২.১এ রকেট দিয়ে যেসব উপগ্রহ পাঠানো হয়েছে তার মধ্যে জাপান, নরওয়ে, কানাডা এবং আমেরিকার অনেক সংস্থার কৃত্রিম উপগ্রহ রয়েছে। এই সব কৃত্রিম উপগ্রহ সফলভাবে রকেট থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে খবর দিয়েছে রুশ সংবাদ মাধ্যম। উপগ্রহবাহী রকেটে সংযুক্ত ছিল ফ্রিগেট বুস্টার। ফ্রিগেট বুস্টারের মাধ্যমে এসব উপগ্রহকে নানা কক্ষপথে স্থাপন করা হবে। কাজ শেষে এটি ভারত মহাসাগরের পূর্ব নির্ধারিত এলাকায় পড়বে।