মধ্যবাড্ডায় অগ্নিকান্ডে মায়ের মৃত্যু, দুই সন্তান দগ্ধ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর মধ্যবাড্ডায় ঝুপড়িঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে জেসমিন আক্তার (৩২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে তার দুই সন্তান।

শনিবার দিনগত রাত পৌনে ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বৈটাখালী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ শিশু আমান উল্লাহ জিসান (১১) ও মেয়ে সানজিদাকে (৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ঢামেক বার্ন ইউনিটের আসাবিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল।

সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট চেষ্টা চালিয়ে সকালে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ফার্নিচার দোকানের আংশিক পুড়লেও ভাঙ্গাড়ি দোকানটি একেবারে পুড়ে যায়। আর ভাঙ্গাড়ি দোকানের ওপরে ঝুপড়িঘরে দুই সন্তান নিয়ে থাকতেন মা জেসমিন আক্তার।

দগ্ধ অবস্থায় জেসিমন আক্তার ও তার ছেলেমেয়েকে উদ্ধার করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন জেসমিন আক্তারের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরে ২৫ লাখ টাকার সোনাসহ আটক ১
পরবর্তী নিবন্ধভোলার চরফ্যাশনে গাঁজাসহ নারী বিক্রেতা গ্রেপ্তার