মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

মডেল মেঘনা আলমের গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।

মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে পুলিশ আটক করার দুদিন পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচারুকলায় নিরাপত্তার দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা: র‌্যাব ডিজি
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক বৌদ্ধবিহার সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন