পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দুটি বড় ডাস্টবিনের ময়লা-আবর্জনা প্রধান সড়কের অর্ধেকেরও বেশি অংশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দুর্গন্ধে নাক চেপে চলছেন পথচারীরা। এর পাশের ফুটপাতে এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে পরিচ্ছন্নকর্মীদের একাধিক পরিত্যক্ত ভ্যানগাড়ি। এতে জায়গাস্বল্পতায় যানজটে আটকে রয়েছে অপর পাশ দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন।
এমন জনদুর্ভোগ চলছে মগবাজার ফ্লাইওভারের নিচে শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কের কাই বাংলাদেশ অ্যালুমিনিয়াম কার্যালয়ের সামনে।
সম্প্রতি সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে এ অবস্থা দীর্ঘদিন ধরে চলছে। গাজীপুর ও মিরপুর থেকে গুলিস্তান, যাত্রাবাড়ী এবং সায়েদাবাদগামী গণপরিবহনগুলো এ সড়ক দিয়ে চলাচল করায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়।
অবশ্য সড়কের এক অংশে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ চলায় কয়েক দিন ধরে এ সড়কের গণপরিহনগুলো বিকল্প পথে চলছে। কাজ শেষে পুনরায় এখান দিয়েই চলতে হবে। তাই যানজটের নাকাল অবস্থা থেকে স্থায়ী কোনো সমাধান পাওয়ার সম্ভাবনা নেই। মূল রাস্তার বেশিরভাগ অংশ অপরিকল্পিত এসব ডাস্টবিনের দখলে থাকায় রিকশাসহ ছোট যানবাহনগুলোও ঠিকমতো চলতে পারছে না। এর মধ্যে ফুটপাত না থাকায় পথচারীরাও পড়ছেন বিপাকে। অন্যদিকে ময়লা-আবর্জনার গন্ধেও এ পথে চলাচলকারীরা চরম অস্বস্তিতে পড়ছেন।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, কয়েক বছর ধরে এমনটি চলে এলেও জনদুর্ভোগের এ উপসর্গটি সরানোর কোনো উদ্যোগ কখনও নেয়া হয়নি। মাঝেমধ্যে সিটি কর্পোরেশনের দায়সারা পরিচ্ছন্নতা অভিযান চললেও বেশিরভাগ সময় থাকে অপরিষ্কার। তাই অপরিকল্পিত এসব ডাস্টবিন বিকল্প স্থানে সরিয়ে নেয়া সময়ের দাবি বলে মনে করেন তারা।
এ ব্যাপারে কথা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর ফয়জুল মনিরের সঙ্গে। তিনি বলেন, এসব ডাস্টবিনের কারণে সৃষ্ট সমস্যা আমরাও উপলব্ধি করছি। কিন্তু অনেক আগে থেকেই এমনটি চলে আসায় আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। তবে দ্রুত তা অন্যত্র সরিয়ে নিতে ইতিমধ্যে কাজ করছি। আশা করি, অচিরেই এ সমস্যাটির সমাধান হয়ে যাবে।