মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, আজ দুপুর ২ টায় প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছে, মওদুদ আহমেদের অবস্থার অবনতি হয়েছে। বিষয়টি মেডিকেল বোর্ড মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জমিসউদ্দিন মওদুদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে অবহিত করেছেন।

মওদুদের শারীরিক অবস্থা জানতে মেডিকেল বোর্ডের প্রধানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন।

গত ২৯ ডিসেম্বর অসুস্থ হলে রাজধানীর এভার কেয়ার (এপোলো) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানে সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএনআরবিসি ব্যাংকের ডিএমডি হলেন কবীর আহমেদ
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ