জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ভোলার বোরহানউদ্দিনে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় এক বিক্রেতার কাছ থেকে জরিমাণা আদায় করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার আঃ কুদদূস জানান, তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার বরহানগঞ্জ বাজার ও উদয়পুর রাস্তার মাথার বাজারে অভিযান চালায়। এ সময় ওই বাজার থেকে প্রায় ২০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করে। আদালত জাটকা বিক্রির দায়ে এক বিক্রেতাকে দোষী সাব্যস্ত করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ও ৫ ধারায় বিক্রেতার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করে। জব্দকৃত জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
ইউএনও আরো জানান, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারাতকরণ ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। জাটকা সংরক্ষণের লক্ষে প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।