ভোলা-চরফ্যাশন রুটে বাস চলাচল শুরু

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে বাস শ্রমিককে আটক রেখে মারধরের ঘটনায় বন্ধের এক ঘণ্টা পর অভ্যন্তরীর রুটে বাস চলাচল শুরু হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শুক্রবার (২২ এপ্রিল) সোয়া ১২টা থেকে বাস চলাচল শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে লালমোহনে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে এক বাস শ্রমিককে আটকে রেখে মারধর করেন টেম্পু ও অটোরিকশার শ্রমিকরা। এ ঘটনাকে কেন্দ্রে করে ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস শ্রমিক এবং টেম্পু ও অটোরিকশা শ্রমিকের মধ্যে হাতাহাতি হয়। এতে পাঁচজন আহত হন।

এ ঘটনার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে বাস চলাচল বন্ধ করে দেন বাস শ্রমিকরা। এরপর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ১২টা ১৫ মিনিট থেকে আবার বাস চলাচল শুরু হয়।

ভোলা মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ভোলা আরমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন বাস চলাচল স্বাভাবিক আছে।

পূর্ববর্তী নিবন্ধপিরোজপুরে একসঙ্গে জীবন দিল প্রেমিক-প্রেমিকা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে আরও তিন ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর