জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বাগেরহাটে ভৈরব নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের নাগের বাজার এলাকায় নদীর তীরে আজ বুধবার এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দড়াটানা সেতু থেকে মুনিগঞ্জ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নদীর তীরে শহররক্ষা বাঁধের পাশে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান।
উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, কোনো ধরনের ময়লা আবর্জনা নদীতে ফেলতে দেওয়া হবে না । নদীকে দুষণমুক্ত করা হবে। আর সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর তীরে বনায়ন করা হবে।
বাগেরহাটে দড়াটানা ও ভৈরব নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার থেকে অভিযান শুরু করে। নদীর তীরে শহররক্ষা বাঁধ ঘেঁষে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। চা-পান এবং মুদি দোকান থেকে শুরু করে নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে নদীর পাড়ে। অবৈধ স্থাপনা আর নোংরা আবর্জনা নদীতে ফেলার কারণে নদীও দূষিত হচ্ছে। নষ্ট হচ্ছে শহরের দৃষ্টিনন্দন পরিবেশ। এ অবস্থায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলছে।
ভ্রাম্যমাণ আদালতে বিচারক নাজিম উদ্দিন জানান, এরই মধ্যে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাস্তার পাশে গাছের গুঁড়ি এবং ইটসহ বিভিন্ন মালামাল রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে ছয়জনকে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। নদীর তীরে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে তিনি জানান।
বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, এক শ্রেণির অবৈধ দখলদার নদীর তীরে শহর রক্ষাবাঁধ ঘেষে বিভিন্ন ধরনের স্থাপনা তুলেছে। আর ময়লা আবর্জনা ফেলে ভৈরব নদীকে দূষিত করা হচ্ছে। নদীকে দূষণমুক্ত করা আর নদীর তীর থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস আরো জানান, নদীকে দূষণমুক্ত আর নদীর তীর থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। উচ্ছেদ শেষে নদীর তীরে বনায়ন করা হবে। নতুন করে যাতে আর কেউ স্থাপনা গড়ে তুলতে না পারে সেজন্য জেলা প্রশাসনের একটি কমিটি নিয়মিত তদারকি করবে বলে তিনি জানান।