পপুলার২৪নিউজ ডেস্ক:
ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বর্ণ খনির নিয়ন্ত্রণ নিয়ে সংঘবদ্ধ একাধিক চক্রের মধ্যে বিরোধের জের ধরে সৈন্যদের সাথে বন্দুকযুদ্ধে ১১ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার জাতীয় প্রসিকিউটরের দপ্তর এ কথা জানায়। খবর এএফপি’র।
দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এ এলাকায় সশস্ত্র একটি গ্রুপের আকস্মিক উদয় হওয়ার খবরের পর তুমারামো শহরে রবিবার টহলের সময় সৈন্যদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়।
বিবৃতিতে আরো বলা হয়, এতে ১১ জন নিহত ও এক সেনা কর্মকর্তা আহত হয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গত আগস্ট মাসের ১৪ তারিখে এল কালাও শহরের কাছে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সন্দেহজনক একটি সংঘবদ্ধ চক্রের মধ্যে একই ধরণের সংঘর্ষে আটজন প্রাণ হারায়।