পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের পাকনার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে।
সোমবার ভোরে গজারিয়া পয়েন্টে ফসল রক্ষা বাঁধটি ভেঙে যায়। এরপর পানিতে প্রায় ৯ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহিদুল হক জানান, পানির প্রবল বেগ থাকায় কৃষকেরা শত চেষ্টা চালিয়েও বাঁধটি রক্ষা করতে পারেননি।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জের সবগুলো হাওরের ফসল অকাল বন্যায় তলিয়ে গেলেও শনির ও পাকনার হাওরে এতদিন আঘাতটা লাগেনি।
গতকাল রোববার ভোরে সুনামগঞ্জের শনির হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করে। এতে হাওরের ৪০ শতাংশ জমি পানিতে নিমজ্জিত হয়। আর আজ ডুবে গেল পাকনার হাওর।