পপুলার২৪নিউজ ডেস্ক:
ভুয়ো ডিগ্রি মামলায় ফের নতুন করে বিপাকে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। এবার এই মামলা সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী থাকাকালীন স্মৃতি ইরানির বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি সংক্রান্ত এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন আহমেদ খান নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনী হলফনামায় নিজেকে স্নাতক বলে দাবি করলেও, বি কম-এর পড়াশোনা শেষ করেননি স্মৃতি ইরানি। শুধু তাই নয়, ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত বিভিন্ন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ে নির্বাচনী হলফনামায স্মৃতি ইরানি নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে নানারকম তথ্য দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
গত বছর অবশ্য সে মামলাটি খারিজ করে দেয় নিম্ন আদালত। আদালত জানিয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রীকে বিপাকে ফেলতেই অকারণে এই মামলা দায়ের করা হয়েছে। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে যান মামলাকারী আহমেদ খান। সেই সূত্রে ফের স্মৃতি ইরানির বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি সংক্রান্ত মামলার যাবতীয় নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।
জানা যাচ্ছে, ফের নতুন করে স্মৃতি ইরানি বা অন্য কারও বিরুদ্ধে সমন জারি করা হবে কিনা, মামলার নথি খতিয়ে দেখার পরই তা ঠিক করবে দিল্লি হাই কোর্ট। এদিকে নির্বাচন কমিশন ও দিল্লি বিশ্ববিদ্যালয় আগেই জানিয়ে দিয়েছে, স্মৃতি ইরানির স্মাতক হওয়ার শংসাপত্র আর খুঁজে বের করা সম্ভব নয়। সেক্ষেত্রে এই মামলার আদৌও নিস্পত্তি করা যাবে কিনা, তা নিয়ে সংশয়ে আইনজীবী মহলের একাংশ।